নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাঈম হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ শহীদুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুল হক, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ ও স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ কর্মসূচি সফল করা সম্ভব।
সভায় আগামী দিনে উপজেলায় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ
- ফরিদপুরে এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, শিশু ও নারী নিহত
- জনবহুল এলাকায় রাসায়নিক গুদাম থাকতে পারে না: উপদেষ্টা শারমীন মুরশিদ
- আপনিও নোবেল পুরস্কার জিততে পারেন, যদি
- শতকোটি বছর আগের ছত্রাক কেমন ছিল
- আইওএস ২৬ নামিয়ে বিপাকে পুরোনো আইফোন ব্যবহারকারীরা
- বিশ্ব মানবতার প্রতি ইসলামের অঙ্গীকার
- কঠিন সময়ে রবের আশ্বাস
- ‘উৎসব’ নির্মাতার নতুন ছবিতে চমক, দেখা যাবে একঝাঁক তারকাকে