স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ক্যান্ডির পাল্লেকেলেতে প্রথম টেস্টের শেষ দিনে আগুনঝরা বোলিং করছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন-এবাদতের বোলিং তোপে শেষ ১৮ রানে তিন উইকেট হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৫৫৩ রান। ৫৩৫ থেকে ৫৫৩ রানে পৌঁছতে শ্রীলঙ্কা হারিয়েছে তিনটি উইকেট। ২৪৪ রানে সাজঘরে ফিরেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। এর আগে ১৬৬ রান করে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
তাসকিনের পর আঘাত হানেন আরেক পেসার এবাদত হোসেন। ১২ রান করা পাথুম নিশাঙ্কাকে লিটন দাসের ক্যাচ বানান তিনি। তবে এরই মধ্যে ১২ রানের লিড নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৭ উইকেটে ৫৪১ রান।