স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতায় মাহামুদউল্লাহ রিয়াদের দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছিল। সিরিজের পঞ্চম ম্যাচে ছিল শুধুই নিয়ম রক্ষা। তবে সেই নিয়ম রক্ষার ম্যাচেই অজিদের তছনছ করেছে টাইগাররা। ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ।
এদিন ম্যাচ শেষে রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতে জয় লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আরেক বার্তায় বলা হয়, পাঁচ ম্যাচের সিরিজের চারটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১২২ রানের জবাবে অস্ট্রেলিয়া থেমেছে ৬২ রানে। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।
সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর