টঙ্গীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ ১৪ জন যাত্রীআহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ১.১৫ মিনিটে টঙ্গীর চেরাগালী এলাকায় উড়াল সড়কের মাঝখানে শেরপুর ঢাকাগামী সরকার পরিবহন এবং ঢাকা টাঙ্গাইল গোপালপুরগামী অপর সানিয়া পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটির চালকসহ ১৪ জন যাত্রী আহত হন।
এ সময় ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাস চালকদের রাজধানীর পঙ্গু হাসপাতাল এবং যাত্রীদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বাস দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল সামরিক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম আমাদের সময়কে জানান, বাস দুটির মুখোমুখি সংঘর্ষে দুটি বাসের চালকসহ ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে বাস দুটির চালকের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বাস দুটিকে উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।