সারাদেশ ডেস্ক,আজনিউজ২৪: ঝিনাইদহ ও ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। এতে আহত হয়েছেন ৭ জন। ঝিনাইদহের মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম ও খালিশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০)। এসময় ঢাকা থেকে জীবননগর গামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের জানলাকাটা ব্রিজ এলাকায় গরু বোঝায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২) নিহত হন। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের সাথে মাহেন্দ্রের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার চুরখাইয়ের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী ও পারাইল গ্রামের আমজাদ আলীর ছেলে পলাশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বেলতলী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছনে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের দুইযাত্রী নিহত হয়। আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। সূত্র : সময় টিভি