সারাদেশ ডেস্ক, ঝালকাঠি, এইউজেডনিউজ২৪: ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাড়ির ৪টি ঘর। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রাজাপুর-পিরোজপুর আঞ্চলিক সড়কের পাশে জগন্নাথপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বাড়িটির পাশের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় বাড়ির মালিক মনসুর আলী মসজিদে জুম্মার নামাজ পড়ছিলেন। আগুন লাগার সময় তার পুত্রবধূ তিন বছরের শিশুপুত্রকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে ৪টি ইউনিটের দেড়ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ১২ লাখ টাকার মালামালসহ চারটি ঘর পুড়ে যায়। এ ঘটনায় আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সূত্র: সময় টিভি