জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে প্রচণ্ড ঝড়ে দেয়াল চাপা পড়ে মা ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮) তার দুই সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩)। প্রচন্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় ৪০টি গ্রাম।
মঙ্গলবার (২৬ মে) রাত ১১টার দিকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগের ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। এতে দেয়াল চাপায় মাসহ দুই শিশুর মৃত্যু হয়। এদিকে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান ঝড়ে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র : সময় টিভি