আবহাওয়া পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: জ্যৈষ্ঠের শুরুতেই বেড়েছে তাপমাত্রা, নাভিশ্বাস উঠেছে জনজীবনে। করোনা পরিস্থিতির মধ্যে তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে জুন মাসের আগে গরম কমছে না জানিয়ে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তীব্র গরম অনুভূত হলেও বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জুন মাসের শেষ দিকে গরমের তীব্রতা কমার আশা করছেন তারা।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মার্চ, এপ্রিল, মে এই তিন মাস আমাদের এমনই চলবে। জুন মাসের মাঝামাঝিতে মোটামুটি সারা বাংলাদেশে যে তাপপ্রবাহ আছে সেটা কমে যেতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
তীব্র এই গরমের হাত থেকে বাঁচতে ইফতারের পর বেশি করে পানি পান, বাইরে ছাতা ব্যবহার করা ও পেটের পিড়া দেখা দেয় এমন খাবার পরিহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সূত্র : সময় টিভি