বিজনেস ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশে সবধরনের তেলের মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা।
গতকাল শুক্রবার (৫ আগস্ট) দেশে সবধরনের তেলের মূল্য বাড়ায় সরকার। ভোক্তা পর্যায়ে জ্বালানি পণ্যগুলোর মূল্য এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা হয়েছে।
স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রভাব পড়বে পরিববহন খাতে। এ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়-
১. দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে-
ক. যাত্রী আসনে ৫১টির অকুপেন্সি ৭০% হিসাবে যাত্রী সংখ্যা ৩৫.০৭ জন ধরে
খ. বর্তমান ভাড়া যাত্রীপ্রতি= ১.৮০ টাকা/কি.মি
গ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি-১০.৪৬ টাকা (প্রতি লিটারে ৩.২৫ কিলোমিটিার যায়)
ঘ. এ হিসাবে প্রতি কিলোমিটার যাত্রীভাড়া বৃদ্ধি-০.২৯২ টাকা
ঙ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে ১.৮০+০.২৯২=২.০৯২ টাকা।
চ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার=১৬.২২%
২. সিটি এলাকার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে
ক. যাত্রী আসনে ৫১টির অকুপেন্সি ৯৫% হিসাবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরে
খ. বর্তমান ভাড়া যাত্রীপ্রতি= ২.১৫ টাকা/কিলোমিটার
গ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি-১৩.৬০ টাকা (প্রতি লিটারে ২.৫০ কিলোমিটার যায়)
ঘ. এ হিসাবে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বৃদ্ধি-০.২৮৩ টাকা
ঙ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে (২.১৫+০.২৮৩)=২.৪৩ টাকা।
চ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার=১৩.১৬%
আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সম্পর্কে যা জানা যাচ্ছে
৩. যাত্রী লঞ্চের ক্ষেত্রে
ক. যাত্রাবাহী লঞ্চের বর্তমান ভাড়া=২.১৯ টাকা/ প্রতি কিলোমিটার (ডিজেলের মূল্য=৮০ টাকা/লিটার হিসাবে)
খ. পরিচালন ব্যয়ের ৪৫% হলো জ্বালানি ব্যয় (বিআইডব্লিউটিএ কর্তৃক পূর্ব নির্ধারিত)
গ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি-৪২% (৩৪/৮০x১০০=৪২%)
ঘ. বর্তমান যাত্রী ভাড়ার পরিপ্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে-২.১৯ টাকার ৪৫% হিসাবে=০.৯৯ টাকা।
ঙ. ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ-০.৪১৫৮ বা ০.৪২ টাকা (০.৯৯-এর ৪২%)
চ. ডিজেলেল মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে লঞ্চের ভাড়া হবে (২.১৯+০.৪২)=২.৬২ টাকা
ছ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চে ভাড়া বৃদ্ধির হার=১৯.১৮%
বিস্তারিত জানতে ক্লিক করুন: https://backoffice.channel24bd.tv/media/common/singleFile/price-adjustment-justification-7-aug22-1659780602.pdf