ন্যাশনাল ডেস্ক: জুলাই মাসের প্রথম ১০ দিনে ২০৫টি করোনা শনাক্ত লাশের গোসল করিয়েছে আল-মারকাজুল ইসলামী। এই সময়ে বাইরের লাশও রয়েছে এর মধ্যে। আল-মারকাজুল ইসলামীর তথ্যমতে, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তারা ২০২০ সালের শুরু থেকে ১০ জুলাই পর্যন্ত তারা ৫ হাজার ৫১টি করোনা শনাক্ত লাশের গোসল করিয়েছে এই সংস্থাটি।
এ ব্যাপারে লাশের গোসল ও মৃত্যুপরবর্তী আনুষ্ঠানিকতার তত্ত্বাবধানকারী বলেন, করোনায় মৃতের সংখ্যা এত বেশি যে, তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে তিনি এও জানিয়েছেন করোনায় ঢাকায় প্রতিদিন যত লোক মারা যাচ্ছে তার বড় একটি অংশকেই ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় দাফন করা হচ্ছে। যার ফলে ঢাকায় করোনায় মৃত্যুর তুলনায় দাফনের সংখ্যা অনেক কম।
প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। একদিন কমছে তো পরেরদিন তা আগের রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছে। মৃতের পর আত্মীয়-স্বজনদের তার প্রিয়জনকে এড়িয়ে যেতেও দেখা যায়। তখন বেওয়ারিশ হিসেবে তাদের লাশ দাফন করা হয়। আর এর দায়িত্বে থাকে আল-মারকাজুল ইসলামীর হাতে।
এ ব্যাপারে আল-মারকাজুল ইসলামীর সাধারণ সম্পাদক এনামুল হাসান খান বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এত বেশি যে, তা সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। তবু আমরা কাজ করে যাচ্ছি। জুলাইয়ের প্রথম ১০ দিনের চেয়ে এখন মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে।
একই অবস্থা শশ্মানেও। যেখানে আগে ৫০টি লাশ আসত এখন সেখানে আসে একশোর বেশি লাশ। যার অধিকাংশই করোনায় আক্রান্ত।