জুলাই বিপ্লব নিয়ে কটুক্তির পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শিহাব আলী চৌধুরীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে অকথ্য ভাষায় বিভিন্ন ক’টুক্তি করেন তিনি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিহাব আলী চৌধুরী ওই এলাকার মৃত মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় হাটহাজারী মডেল থানার মামলা নং ১(২৪) এর এজাহারভুক্ত ১৭২ নম্বর মামলায় শিহাব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।
জানা যায়, শিহাব উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে অকথ্য ভাষায় বিভিন্ন কটুক্তি করে। কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।