জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার র্যালী করেছে দলটি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরবর্তীতে যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়।
এসময় মহাসড়কের ঢাকামুখী অংশে মিরসরাই পৌরসদরের ডাকবাংলো থেকে সুফিয়া রোড পর্যন্ত প্রায় আধাঘন্টা গাড়ী চলাচল বন্ধ ছিলো। চট্টগ্রামমুখী লেইনেও গাড়ী চলাচল করেছে অনেকটা ধীরগতিতে।
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন। যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানার সভাপতিত্বে ও এস এম সুমনের পরিচালনা সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হোসেন, মিরসরাই থানা যুবদল নেতা কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদল নেতা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, বিএনপি নেতা শরফুদ্দীন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব মো. ফয়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন, ছাত্রদল নেতা নাজিম সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকার প্রমুখ। সমাবেশে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেন বলে দাবী করেন আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান বলেন, তারেক রহমান নমিনেশন যাকে দেয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার জন্য নির্বাচন করবো। নমিনেশন দেয়ার মালিক প্রিয় নেতা একমাত্র তারেক রহমান। অতীতে তিনি মিরসরাইয়ে নমিনেশন দিয়েছেন, আগামীতেও তিনিই নমিনেশন দিবেন। যিনি নমিনেশন পাবেন আমরা তার পক্ষে কাজ করবো। নির্বাচনী ট্রেনে আমাদের যাত্রা শুরু হয়েছে, এই নির্বাচনী যাত্রা কেউ ঠেকাতে পারবেন না। মিরসরাইতে নতুন করে বিএনপির প্রার্থী হিসেবে অনেকে নির্বাচন করতে এসেছেন যাদের ৫ আগস্টের আগে মিরসরাই দেখা যায়নি। তাদের প্রতি আহবান নির্বাচনী ট্রেনে আমাদের সাথে সহযোগী হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করুন। জাতীয়তাবাদী দলের প্রার্থীর হাতকে শক্তিশালী করুন। এখন থেকে প্রত্যেক পাড়া মহল্লায় আমরা কেন্দ্র কমিটি গঠন শুরু করবো ইনশাআল্লাহ। আপনারাও সেই কমিটিতে এসে কাজ করুন। ’
তিনি আরো বলেন, ‘বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। তার দায় কোনো জনপ্রিয় নেতার ক্ষতি হচ্ছে না। বরং বিএনপির ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আপনারাও বিএনপির ব্যানার ব্যবহার করে একই ভাষায় কথা বলছেন।’
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি: মিরসরাইয়ে যুবদলের উদ্যোগে যুব সমাবেশ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
ছবি
5,422 Views