রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে চলছে পবিত্র রমজান মাস। তাই যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। শুক্রবার (৫ এপ্রিল) জুমার আজানের আগে থেকেই লোকজন মসজিদে আসতে শুরু করেন। পরে জুমার খুতবায় ইমাম ও খতিবরা জাকাত ও ফিতরার ফজিলত বর্ণনা করেন।
এছাড়াও জুমার নামাজের আগে পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান অনুষ্ঠিত হয়। পরে নামাজ শেষে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজপূর্ব বয়ানে খতিব মাওলানা মুফতি রুহুল আমীন পবিত্র মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। এরপর নামাজ শেষে খতিব দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ প্রাঙ্গণ। একই সময় কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি।
এছাড়া মোনাজাতে দখলদার ইসরাইলি সেনাদের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।