রাজধানী ডেস্ক: জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, শুধু বাবার আদর্শে বেঁচে থাকতে চাই -এভাবেই অশ্রুসিক্ত আর হৃদয়বিদারক কন্ঠে কথাগুলো বলেন গরিবের আইনজীবি খ্যাত মরহুম আব্দুল বাসেত মজুমদারের জ্যেষ্ঠ কন্যা প্রফেসর ডা. খাদিজা আক্তার (ঝুমা)। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং এডভোকেট আবদুল মতিন খসরু স্মরণে ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিকে, প্রতিথযশা আইনজীবি আব্দুল বাসেত মজুমদারের সুযোগ্য সন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী এম সাইদ আহমেদ (রাজা) কান্নাকণ্ঠে বলেন, আজ আমাদের বটবৃক্ষ নেই, বাবার প্রতিটি কথা সারাদেশের আইনজীবিদের মুখে মুখে শুনে মনে হয় আমাকে ডাকছে রাজা তুমি কোথায়? -এভাবে একের পর এক স্মৃতিচারণে রাজা বলেন, বাবার অসমাপ্ত কাজগুলো সমাধান করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়। আইনাঙ্গনের আরেক বাতিঘর আব্দুল মতিন খসরু মামা। যিনি আমাকে মনে প্রাণে আদর করতেন। আজ মামাও নেই, বাবাও না ফেরার দেশে। এসব কথা যখন রাজা বলেন, তখন তার সহযোগীরাও কান্নায় ভেঙ্গে পড়েন। এছাড়াও দেশের আইন অঙ্গণে বাতিঘরের মতো ছিলেন আবদুল বাসেত মজুমদার আর আবদুল মতিন খসরু। তাদের মৃত্যুতে জাতির ক্ষতিটা অপুরণীয়।
ল্যাব সভাপতি এডভোকেট কাজি ওয়ালী উদ্দীন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন-আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো. নজিবুল্লাহ্ হিরু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনির ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজউদ্দিন আহমদ (মেহেদী), ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সহকারি অ্যাটর্নি জেনারেল ড. শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম, ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সুপ্রিমকোর্ট শাখার সভাপতি এডভোকেট মো. আবদুন নূর দুলাল এবং এডভোকেট আবদুল বাসেত মজুমদারের বড় মেয়ে প্রফেসর ডা. খাদিজা আক্তার (ঝুমা) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সুপ্রিমকোর্ট শাখার সদস্য সচিব এডভোকেট মো.শামীম খান ও ঢাকা বার শাখার সদস্য সচিব এডভোকেট কামাল হোসেন পাটোয়ারী।
পরে এডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং এডভোকেট আবদুল মতিন খসরুর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, শুধু বাবার আদর্শে বেঁচে থাকতে চাই : প্রফেসর ডা. খাদিজা আক্তার (ঝুমা)
আইন ও আদালত
1 Views