কাজী আনিসুর রহমান তৈমুর
২১ জুন ২০২০
—————————————————————————–
আজ স্বপ্নগুলো ইটের চাপা পড়া
ঘাসের বিভিন্ন রং এর মতো।
আশাগুলো আজ ঝরনার পানির পাশে পড়ে থাকা ছেদলি পড়া পাথরের মতো।
দুঃখগুলো কেটে যাওয়া ঘুড়ির নাটাই এর মতো।
সুখ গুলো আজ বন্দী খাঁচায় পাখি উড়াল দিয়ে ফেলে দেয়া খাঁচার মতো।
মনের যত কষ্ট আছে যা মনুষ্য সৃষ্টি,
তা আজ দিলাম ক্ষমা করে নিজের আত্মাকে
শান্তি দিতে।
যত গুনাহ আছে জীবনে সব করে নিলাম তওবা ।
আর যেন কোন গুনাহ না করি হে মহান আল্লাহ।
সব গুনাহ ক্ষমা করে দাও প্রভু!
আমি তোমারই বান্দা।
এত কিসের স্বপ্ন ?
এত কিসের চাওয়া পাওয়া?
সব কিছুরই মালিক তুমি বিধাতা।
সাগরের ঢেউয়ের যত দুঃখ
তা থাকবে পড়ে অজানা।
বাতাসের কত বেদনা
হবে না তা কারো জানা।
আগুনের কত জ্বালা সেটা শুধু আগুনই বোঝে।
পানির যত বেদনা সেতো ঝরনা হয়েই ঝরে।
আমার যত কষ্ট -দুঃখ -বেদনা
তা তো হৃদয়ে রক্তক্ষরণে ঝরে।
আজ থেকে সকল দুঃখ -কষ্ট- মনের বেদনাকে পাথর চাপা দিয়ে রেখে দিলাম।
শুধু বলবো আমি- বেশ ভালো আছি ।
ভালো আছি।
বেশ ভালো আছি আমি।