কটুক্তি আসলে কি ?
কাজী আনিসুর রহমান তৈমুর
—————————-
আপনারা কটুক্তি বলতে কি বোঝেন ?
যদি কোন কথা সত্য হয় তবে সেটা কি কটুক্তি হবে ?
কটুক্তি মানে হচ্ছে মিথ্যা কথা।
কিন্তু সমাজে অফিস-আদালত, প্রশাসন বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গায় মিথ্যা কথা চলছে।
এমনকি পরিবারের প্রতিনিয়ত মিথ্যা কথা চলছে।
শুধু কটূক্তি নয়, শুধু গুজব নয় ; এসব কিছু হলো মিথ্যা। সবার আগে মিথ্যা কথা বন্ধ করুন। যে মিথ্যা বলবে তার শাস্তি হবে। তবেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।
আমরা দেখি জনপ্রতিনিধি হবার জন্য যারা নির্বাচন করতে চায় ; তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে নানান রকম মিথ্যা কথা থাকে ; নির্বাচনে জেতার পরে তারা আর সে কথা রাখে না ।তাদের কথামতো কোন উন্নয়ন হয় না। তবে তো তারা জনগণের সাথে প্রতারণা করলো।
তবে তো তাদেরও বিচার হওয়া উচিত নয় কি?
যদি পারা যায় সমাজে শুধু মিথ্যা কথাটা বন্ধ করুন। তবে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।
কোনো গুজব থাকবে না ,কোনো কটুক্তি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোন দুর্নীতি থাকবেনা, কোনো মারামারি হানাহানি থাকবে না ।
একটি আদর্শ সমাজ গঠন হবে তখন।
আল্লাহর নবী বলেন, শুধুমাত্র মিথ্যা কথা বন্ধ করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যাবে।