এসো খোলা আকাশের নিচে বসি
কাজী আনিসুর রহমান তৈমুর
২০ জুন ২০২০
——————————————–
এসো খোলা আকাশের নিচে বসি।
আকাশ ভরা তারা,
আর জোছনা ভরা রাত।
নির্মল দূষণমুক্ত বায়ু গ্রহণ করি।
যে বায়ু অক্সিজেন হয়ে ভিতরে গিয়ে হৃদপিণ্ড
বাঁচিয়ে রাখে।
আমার মনে হয় কি জানো?
যেভাবে প্রতিনিয়ত অক্সিজেন হয়ে দেহের
মধ্যে আসে যায়।
সেটা অক্সিজেন নয় সেটা আত্মা।
মহান আল্লাহর হুকুম আত্মা দেহের ভিতরে আসে যায়।
এ থেকে জ্ঞানীদের অনেক কিছু বোঝার আছে।
দিগন্ত জোড়া ফসলের মাঠ যার ফুলে ফলে ফসলে আমাদের জীবন বাঁচিয়ে রাখে।
তুমি কি ভেবেছো?
সস্তছোট্ট দানা থেকে কোটি কোটি দানা রূপান্তর হয়।
একটি ছোট্ট লাউয়ের বিচ থেকে কত শত লাউ ধরে।
একই মাটি থেকে কত রকম ফসল আল্লাহতালা আমাদের দেন।
একই জমিতে একই মাটির সেখানে করোলা সবজি হয় যা অনেক তেতো।
তরমুজ, বাঙ্গি হয় তা অনেক মিষ্টি।
ওই মাটিতেই আমের বাগান বিভিন্ন ফলের বাগান তা কত মিষ্টি ফল।
আল্লাহ কত মেহেরবানী; তা কি আমরা একবার ভাবি?
এসো খোলা আকাশের নিচে বসিস্ত আল্লাহর অপরূপ সৃষ্টি দুনিয়া দেখি।
এসো সাগর তীরে বসি কি করে গভীর সাগরে জাহাজ চলে আল্লাহর মেহেরবানীতে।
এসো আকাশে ওড়া উড়োজাহাজ দেখি আল্লাহর মেহেরবানীতে শূন্যে ভাসে।
এসো সন্ধ্যা গোধূলিতে দূরে দেখি পশ্চিম আকাশে কি করে আল্লাহর মেহেরবানীতে সূর্য ডুবে?
এসব ফজর নামাজ পড়ে সকালে দেখি পূর্ব আকাশে কি করে আল্লাহর মেহেরবানীতে সূর্য উদয় হয়?
তুমি কেন হতাশ ?
সতুমি কেন এত আতঙ্কগ্রস্থ ?
তুমি কেন এত ভীত-সন্ত্রস্ত?
তুমি তো আল্লাহর সেরা বান্দা।
পৃথিবীতে আল্লাহ যখন তোমাকে পাঠিয়েছেন,
তার বহু আগে তোমার রিজিক দান করেছেন।
তোমাকে মহান আল্লাহ তালা বলেছেন –
ফজরের সালাত আদায় করে জমিনে ছড়িয়ে পড়ো।
তুমি পৃথিবীতে কিছু নিয়ে আসোনি ।
তুমি পৃথিবী থেকে কিছু নিয়ে যাবা না।
তবে তুমি কেন এত দুশ্চিন্তা করো?
যখন যেভাবে থাকবে শুকরিয়া।
তোমার ভাগ্যে নিয়ন্ত্রণকর্তা মহান আল্লাহ।
তুমি কাজ করে যাও চেষ্টা করে যাও।
রিযিক দেবেন মহান আল্লাহ।
তুমি যে কোন বিপদে মহান আল্লাহতালার
উপর ভরসা রাখো।
একমাত্র তিনি তোমাকে হেফাজত করতে পারেন।
তুমি কেন মরার ভয় পাও ?
তোমাকে মহান আল্লাহতালা যখন পৃথিবীতে এনেছিলো-
তখন কি তুমি বুঝতে পেরেছিলে তুমি দুনিয়ায় এসেছো ?
তবে যখন মহান আল্লাহতালা পৃথিবী থেকে নিয়ে যাবে তুমি কেন এত ভয় পাও?
পৃথিবী কোন থাকার জায়গা নয়।
এটিতে শুধুমাত্র তোমাকে পাঠানো হয়েছে তোমার কর্মফল দেখার জন্য।
তুমি তোমার সকল কাজ করে যাও সত্যর পথে।
মহান আল্লাহকে রাজি-খুশি রেখে।
তবেই তুমি কামিয়াবি হবে।
তখন তোমার মৃত্যুর কোন ভয় থাকবে না।
থাকবেনা কোন দুশ্চিন্তা!
এসো বিশাল আকাশের দিকে তাকাই।
যেখানে রয়েছে পৃথিবীর বহু গুণ বড় কোটি কোটি গ্রহ নক্ষত্র তারা রাজি।
তবে আমি তুমি কত ক্ষুদ্র প্রাণী।
ক্ষুদ্র হলেও মহান আল্লাহ আমাদের বানিয়েছেন শ্রেষ্ঠ।
আমাদের রয়েছেন আল্লাহর বন্ধু রাসূল মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম নবীর উম্মত
আমরা বড় ভাগ্যের অধিকারী।
এসো বসে ভাবি রাসুল আমাদের নবী ।
মহান আল্লাহ্ আমাদের প্রভূ সৃষ্টিকর্তা।
তিনি মহান তিনি দয়ালু তিনি রহমান আর রহিম।
তিনি যা করবেন তা বান্দার মঙ্গলের জন্যই করিবেন।
এত ভেবনা যতদিন বাঁচবে ততদিন সতর্ক থেকো। আল্লাহর দেখানো পথে হাটো,
আল্লাহর উপর ভরসা রেখে চলো।
দেখবে তোমার যত পেরেশানি তার সব মুছে গেছে।
অন্তরে বইবে শান্তির সুবাতাস।
এসো বসে ভাবি আল্লাহ সৃষ্টির যত রহমত দান।