মৃত্যু ভয়ের কিছু নয়
——————————————
কাজী আনিসুর রহমান তৈমুর
মানুষ মানে হচ্ছে- জীবন এবং মৃত্যু;
এ দুয়ের মাঝে বসবাস করা একটি প্রাণী মাত্র।
যা সৃষ্টি সেরা জীব।
যখন একটি মানুষ জন্মগ্রহণ করে, সে কবে পৃথিবী থেকে চলে যাবে ;
সে বিষয়টা মহান আল্লাহতালা নির্ধারণ করে দেন।
কেউ শিশুকালে মারা যায় । কেউ কৈশোরে মারা যায়।
কেউ মধ্যবয়স্কা অবস্থায় মারা যায়।
কেউ বৃদ্ধ হয়ে মারা যায়। কেউ আবার মায়ের গর্ভে মারা যান।
কই সে তো তো ভয় পেল না।
আল্লাহ তার বান্দাকে পরম যত্নে সৃষ্টি করেছেন।
মহান আল্লাহ ভালো জানেন তাঁর বান্দাকে তিনি কিভাবে নিয়ে যাবেন।
মৃত্যু স্বাভাবিক হতে পারে ।
আবার অস্বাভাবিক হতে পারে।
মৃত্যু নিয়ে জ্ঞানী লোক ভয় পায় না। যারা বোকা ।
যারা জানেনা । তারা মৃত্যুকে ভয় পায়।
মৃত্যু হল মানুষের পরম বন্ধু ।
যেটা জীবনের থেকেও দামি।
তাই যেকোন বিপদে মহান সৃষ্টিকর্তা এই তামাম পৃথিবীর;
মালিক দয়ালু রহমানের রাহিম মহান আল্লাহ তালাকে ভয় পেতে হবে ।
এবং তার দেখানো পথ অনুযায়ী চলতে হবে।
যে কোন বিপদে ধৈর্য ধরতে হবে।
মহান আল্লাহতালা অবশ্যই সময়ে সময়ে মানুষকে পরীক্ষা করেন।