স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে মাঠে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি কিংবদন্তী মাশরাফী বিন মোর্ত্তজা। আর এই ম্যাচের মধ্য দিয়ে ইতি টানবেন রয়েল বেঙ্গল টাইগার খ্যাত ম্যাশ। ক্রিকেট লিজেড মাশরাফি বিন মোর্ত্তজা’র জন্য রইলো নিরন্তর শুভ কামনা।
উদ্বোধনীতে শতরানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহের চাকা ঘোরাচ্ছেন লিটন দাস ও তামিম ইকবাল। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন পেরিয়ে গেছেন ফিফটি, গত ম্যাচে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা তামিম তার কিছুপরই ছুঁয়েছেন পঞ্চাশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটে নামে বাংলাদেশ। সাবধানী শুরুর পর পাওয়ার প্লেতে তোলে ১০ ওভারে ৫৩ রান।
বাংলাদেশ-১২১/০ (২২)
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি টানছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০তম জয়ের সামনেও দাঁড়িয়ে ৩৬ বছর বয়সী মহাতারকা। সেটি ছুঁতে পারলে তিন ওয়ানডের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেই থামবে টাইগাররা।
বৃহস্পতিবার ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেয়ার কথা জানান মাশরাফী। লাল-সবুজদের অধিনায়ক হিসেবে শুক্রবার শেষবার টসে নেমেছিলেন টাইগার ক্রিকেটের বহু সাফল্যের সারথি। তার অধীনে এই ম্যাচের আগ পর্যন্ত ৮৭ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪৯টিতে। সাফল্যের হার ৫৭.৬৪ শতাংশ।