প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়ল উগান্ডা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখাল তারা।
রোববার নামিবিয়ার উইন্ডহকয়েতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৬ রান করে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। দলের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া ২৩ ও ২১ রান করে করেন ওপেনার ইনোসেন্ট কাইয়া ও সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস।
টার্গেট তাড়া করতে নেমে ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন আলপেশ রামজানি। ২৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করেন রিয়াজাত আলি শাহ।
বাছাই পর্বে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ফিকে হয়ে গেল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারের পর তানজানিয়ার বিপক্ষে জিতেছিল সিকান্দার রাজারা। আজ উগান্ডার বিপক্ষে হেরে দুশ্চিন্তায় পড়েছে জিম্বাবুয়ে।