নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যাওয়ার পথে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেল বহনকারী একটি জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস তেল ডাকাতির সঙ্গে জড়িত আট ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের চৌহালী থানার চর সলিমাবাদ ভূতের মোড় এলাকা থেকে লুট করা তেল উদ্ধার করা হয়েছে। এই তেলের দাম তিন কোটি টাকা।
১০ জানুয়ারি মুন্সিগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গতকাল শনিবার পর্যন্ত বেশ কয়েকটি অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসমাইল ব্যাপারী, মো. আমজাদ হোসেন তপু, মো. ফেরদৌস ফরাজী, মো. রিয়াজ হোসেন, মো. সুমন মিয়া, মো. ইউসুফ মিয়া, মো. অনিক মিয়া ও মো. রানা।
আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান এসব খবর জানান। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই নৌপথকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ডাকাত গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে। ১০ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ওটি বিন জামান-১ নামের তেলের ট্যাংকার আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ৩৬০ মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে গাজীপুরের কড্ডা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করে। জাহাজটি মুন্সিগঞ্জ সদর থানার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরিসংলগ্ন শীতলক্ষ্যা নদীর মোহনায় পৌঁছালে বাল্কহেডে আসা ডাকাতেরা জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা জাহাজটি থেকে তেল বাল্কহেডে করে নিয়ে পালিয়ে যায়।
নৌ পুলিশ অভিযান চালিয়ে তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামের একটি বাল্কহেড, তেল খালাস করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।