ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানি ও বেলজিয়ামে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে অন্তত ৭০ জনের। এর মধ্যে জার্মানিতেই প্রাণ গেছে ৫৯ জনের। আর বেলজিয়ামে মৃত্যু ১১ জনের।
জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড পালাটিনেট রাজ্যের অনেক সড়কে যানবাহন এবং রেল যোগাযোগ বন্ধ। নিখোঁজ অন্তত ১৩০০ মানুষ। রাইন নদীর কিছু অংশে বন্ধ জাহাজ চলাচল। বিদ্যুৎবঞ্চিত দুই রাজ্যের অন্তত ২ লাখ মানুষ।
দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ৩০০ সেনাসহ অন্তত ১৫ হাজার উদ্ধারকর্মী। বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন অংশে ভারি বর্ষণে প্রধান নদীগুলোর পানি বেড়ে এ বন্যার সৃষ্টি।
বন্যায় প্লাবিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসন শহর।