স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ইউরো চ্যাম্পিয়নশিপ আসরের জন্য শুরু করেছে অনুশিলনে প্রস্তুতি । গেলবার সেমিফাইনাল থেকে বিদায় নিলেও, এবার ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় ইংল্যান্ড। এছাড়া অপেক্ষাকৃত দুর্বল গ্রুপে থাকলেও, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা অনুযায়ী খেলার প্রত্যয় নেদারল্যান্ডসের।
আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। এবারের আসরে ‘এফ’ গ্রুপে রয়েছে জার্মানি। তাদের সঙ্গী ফ্রান্স, বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি। শক্তিমত্তা কিংবা পারফরমেন্সের বিচারে ‘এফ’ গ্রুপকে ‘ডেথ গ্রুপ’ বলা যায়।
ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। যদিও সবশেষ ২০১৬ ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মানরা। সেই আক্ষেপ ভুলে এবারের আসরের জন্য অনুশীলন শুরু করেছে চারবারের বিশ্বকাপজয়ীরা। মিউনিখে আগামী ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।
এরইমধ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কোচ জোয়াকিম লো। যেখানে দীর্ঘ দুই বছর পর দলে ফিরেছেন থমাস মুলার ও মাটস হুমেল। সেইসঙ্গে আক্রমণভাগে টিমো ভেরনার-লেরয় সানেরা সেরাটা দিতে মুখিয়ে আছে। আর মিডফিল্ডার জসুয়া কিমিচ-কাই হাভার্টজ-টনি ক্রুস-জামাল মুসালিয়ারা জ্বলে উঠতে অপেক্ষার প্রহর গুনছেন। বরাবরের মতো গোলবারের অতন্দ্র প্রহরীর দায়িত্বে থাকছেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার। সবমিলিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত জার্মানরা।
জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, ‘আসরটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। কেননা আমরা ডেথ গ্রুপে আছি। প্রতিপক্ষ দলগুলোকে সমীহ করছি। তরুণদের পাশাপাশি অভিজ্ঞরা পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারলে ইতিবাচক ফল আসবে।’
এদিকে ‘ডি’ গ্রুপে থাকা ইংল্যান্ডও তাদের প্রস্তুতি শুরু করেছে। সাউথগেটের অধীনে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ইংলিশরা। ‘ডি’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। এরইমধ্যে ৩৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে কোচ সাউথগেট। যেখানে নতুন মুখ ডিফেন্ডার বেন হোয়াইট, বেন গডফ্রে ও দুই গোলকিপার স্যাম জনস্টোন এবং অ্যারন র্যামসডালে। আপাতত প্রতিপক্ষকে নিয়ে না ভেবে দলগত পারফরমেন্স উপহার দিতে চায় হ্যারি কেইন-রাশফোর্ডরা। আগামী ১৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে ইংল্যান্ড।
এছাড়া ইউরোকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস। গ্রুপ ‘সি’-তে থাকা ডাচদের সঙ্গী ইউক্রেন, অস্ট্রিয়া ও উত্তর মেসেডোনিয়া। ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।