নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ও কলমাকান্দা উপজেলা আমির অধ্যাপক আবুল হাসেম বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা যেন সংরক্ষিত থাকে। দেশের মানুষের আর যাতে রক্ত দিতে না হয়, আর কেউ যেন শহীদ না হন এই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
অধ্যাপক আবুল হাসেম বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের যে সুখী ও সমৃদ্ধশালী দেশ হওয়ার কথা ছিল, তা হয়নি। রাজনৈতিক নেতারা দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে গেছেন। এ দেশের মানুষের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ছিল না। কিন্তু সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর আজ সব দলই কথা বলার সুযোগ পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘২৪ সালের গণঅভ্যুত্থানে যা শহীদ হয়েছেন সেসব শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুঃশাসন ও দুর্নীতি থাকবে না। বারবার যারা ক্ষমতায় থেকেও জনগণকে কিছু দিতে পারেনি, জনগণ আজ তাদের চিনে গেছে। এখন বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লার পতাকার তলায় ঐক্যবদ্ধ হচ্ছে।’
অধ্যাপক আবুল হাসেম বলেন, ‘দেশের মানুষ এখন ইসলামি সরকার প্রতিষ্ঠার পক্ষে। সকল ইসলামি দল ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়েই আগামী নির্বাচনে একটি সুষ্ঠু জাতীয় সংসদ গঠিত হবে।’ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওমর ফারুক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আমানুল্লাহ, নায়েবে আমির আব্দুস সামাদ, মিডিয়া ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মামুন, কলমাকান্দা সদর ইউনিয়নের আমির মোস্তাক আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।

