একটি দিনের জন্য
তোমার খোঁপায় দেই প্রতিদিন একটি গোলাপ
এ শুভ্রসকাল হতে এ রাত্রির গহিন অবধি
আমিতো সমুদ্র এক ক্রমাগত তুমি শাখা নদী
আশ্রিত সত্যেরা জানে জীবনের কতটুকু পাপ
পুন্যেরহিসাবরাখে এই রাত জোনাকিআলোক
দূর কোন মেঘপুঞ্জ, ছায়াপথ, জ্যান্তনীহারিকা
এক গৃহেবসবাসতথাপিওঅচিনবালিকা
মোমেরশরীরনয় দেহ তনুসময়জ্বালোক
তোমার ভুবনজুড়ে অহরাত্রি নিশিত আখ্যান
আমি যার দেয়ালিকা শব্দপাঠ প্রিয় বর্ণমালা
নৃতাত্ত্বিক অভিজ্ঞানে ছন্দমূল এই পদ্যপালা
ফুলের উপমা ঘেরা এই গৃহসমূহ প্রমাণ
এই রাত শেষ বলে এই ভোর কাঁদছে একাকী
একটি দিনের জন্য ক্রমাগত অপেক্ষায় থাকি
সবুজ বাতাসে মিশে
সবুজ বাতাসে মিশে এসো হই আজ একাকার
আপন শরীর জুড়ে চির চেনা মাখি ধূলিবালি
নগরজীবন ছেড়ে চলে যায় বিমুগ্ধ কাপালি
সময়ের রশি ধরে বেজে উঠে যেন একতার
ফসলের মাঠগুলো পোকা খেকো রুগ্ন মখমল
অথচ এখানে ছিলো একদিন বৃষ্টি ও বাদল
নবান্নের আয়োজনে ঘরে ঘরে বাজত মাদল
আমরা তো হারিয়েছি সেই ভূমি উর্বর পলল
পদ্মা মেঘনার বুকে ওড়ে ওঠা নায়ের বাদাম
ঐতিহ্যের কড়া ভেঙে এক করে স্রোতের উজান
ফরাজ মাঝির মুখে শোনা যেত ভাটিয়ালী গান
ভাষা ও কৃষ্টির প্রতি স্ব-কৃতজ্ঞ জগত তামাম
অতীত আমাকে টানে আমি ছিঁড়ি অতীতের রশি
অতঃপর কালচক্রে দুজনাতে মুখোমুখি বসি
তোমার ময়ূখ মন
আমার মহূর্তগুলো তোমাকেই বিলি করি শ্রাবণ সময়ে
ঝিরঝির বরষার শরীরের ভাঁজে হাঁটে নাক্ষত্রিক রূপ
তরুছায়া হিজলের শিকল পেঁচানো ফুলে মুগ্ধতা নিশ্চুপ
অহর্নিশ চেয়ে থেকে; তোমাকে বলিনি কিছু এই লোকালয়ে
আমার ইচ্ছেরা শুধু তোমাকেই পাঠ করে এ শুভ্রশরতে
পুরাতত্ত্ব প্রাচুর্যের বাসনায় জেগে থাকি আমি প্রাত্যহিক
তোমার ময়ূখ মনে ঠাঁই নেয়া কিশোরের ইচ্ছেরা লৌকিক
বিকীর্ণ জ্ঞানের সীমা পার হয়ে ফিরে আসি অন্যকোন রথে
আমার সাধনা আজ তোমারই প্রার্থনায় নিমজ্জিত হয়
হেমন্ত ভোরের মতো হলুদাভ ফসলের প্রসারিত মাঠে
সবুজ আশারা যেন বেঁচে আছে বরাবর তোমার ললাটে
মুহূর্ত ও প্রার্থনার সম্মিলনে কেটে যায় সব পরাজয়
যখন শীতেরা আসে; আমার আরতি শব্দে জেগে ওঠো তুমি
মুহুর্মুহু সরিষার হলুদ বাগান দেখে হেসে ওঠে চাষী
পাপড়ি দলের বৃন্তে আক্ষরিক সীমারেখা থাকে পাশাপাশি
প্রসারিত বাহু আর হাতের পার্শ্বে রাখি প্রিয় জন্মভূমি
আমার বসন্তজুড়ে তোমাকেই ফেরি করি সোনালুর বনে
বেগুনি জারুল ফুলে জলরঙ স্বপ্ন এঁকে স্মৃতি মেখে রাখি
প্রত্যাশার মানচিত্রে অদৃশ্য আগামী মেপে হাঁটছি একাকী
তুমি রোজ উঠে আসো আমার মানসব্যাপী জীবন যাপনে