ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইন অবস্থায় নোঙর করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস’র করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মৃত দুই যাত্রীই জাপানি নাগরিক। তাদের বয়স ছিল ৮০ বছরের বেশি। তারা দু’জনেই বার্ধক্যজনিত কিছু রোগেও ভুগছিলেন বলে জানানো হয়েছে।
জাহাজটির মোট হাজার ৭০০ আরোহীর মধ্যে অন্তত ৬২১ জনের দেহে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এখানেই একসঙ্গে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ রয়েছেন।
বিবিসি জানায়, ডায়মন্ড প্রিন্সেসে প্রথম করোনা আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকেই জাহাজটিকে পুরোপুরি কোয়ারেন্টাইন করে ফেলে জাপান সরকার।
টানা ১৪ দিনের কোয়ারেন্টাইন বা বিচ্ছিন্ন অবস্থায় পর্যবেক্ষণের পর স্বাস্থ্য পরীক্ষা করে যেসব যাত্রীর দেহে করোনা ভাইরাস পরীক্ষা নেগেটিভ এসেছে তাদেরকে বুধবার থেকে জাহাজ ত্যাগের অনুমতি দেয়া শুরু হয়। পরের দিন আজ বৃহস্পতিবারও অনেক যাত্রী জাহাজ ছেড়ে গেছেন।
যে দুই যাত্রী বৃহস্পতিবার মারা গেছেন তাদেরকে গত সপ্তাহেই জাহাজ থেকে নামিয়ে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।
জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইন অবস্থায় নোঙর করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস’র করোনা ভাইরাসে আক্রান্ত দুই যাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক
0 Views