ইন্টারন্যাশনাল ডেস্ক: বিভিন্ন ইস্যুতে আসছে জানুয়ারিতে বৈঠকে মিলিত হচ্ছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনা বিষয়ে এ আলোচনায় মিলিত হবে তারা।
এএফপি ও রয়টার্সের বরাতে এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান দুটি পক্ষ ১০ জানুয়ারি মিলিত হবে।
১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে রুশ-ন্যাটো বৈঠক এবং ১৩ জানুয়ারি রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার অন্যান্য সদস্যরা বৈঠকে মিলিত হবেন।
মার্কিন মুখপাত্র আরও জানান, ‘আমরা যখন আলোচনায় বসবো, রাশিয়া আলোচনার টেবিলে তাদের উদ্বেগ ব্যক্ত করতে পারে এবং আমরাও রাশিয়ার তৎপরতা সম্পর্কে আমাদের উদ্বেগের কথা জানাবো। কোনো কোনো ক্ষেত্রে আমরা আলোচনায় অগ্রগতি ঘটাতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে মতানৈক্য থাকবে, কূটনীতিতে যেমনটি হয়ে থাকে।’
পশ্চিমা দেশগুলো ইউক্রেন সীমান্ত বরাবর রুশ সেনা বৃদ্ধির ব্যাপারে শঙ্কিত। এমনকি রাশিয়া ইউক্রেন দখলের পায়তারা করছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তারা।
তবে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন এ ধরণের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর কর্তৃত্ব সম্প্রসারণ হ্রাসের নিশ্চয়তা চেয়েছেন।