স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরকে উড়িয়ে দিয়ে জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুললেন লিওনেল মেসি।প্রথমে জোড়া গোল করালেন দুই সতীর্থকে, পরে নিজেই করলেন ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল। তাতে আর্জেন্টিনা ইকুয়েডরকে হারিয়েছে ৩-০ গোলে। পৌঁছে গেছে কোপা আমেরিকার সেমিফাইনালেও। ম্যাচের শুরুটা মনমতো না হলেও শেষটা যেভাবে করেছেন আর্জেন্টাইন অধিনায়ক, তাতে মোটেও খেদ থাকার কথা নয় মনে। প্রায় একা হাতে এক নৈপূন্য ম্যাজিক দেখান আর্জেন্টিনার সফল অধিনায়ক মেসি।
গোইয়ানিয়ায় ২১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও জালের দেখা পায়নি লিওনেল মেসির শট। তবে ৪০ মিনিটে এলএমটেনের অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো দি পল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দলের দ্বিতীয় গোলেও ভূমিকা আলবিসেলেস্তে অধিনায়কের। এবার স্কোরশিটে নাম তোলেন লউতারো মার্তিনেজ। আর ইনজুরি টাইমে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে গোল করে স্কোললাইন ৩-০ করেন মেসি।
সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে কোপা আমেরিকার দ্বিতীয় সর্বাধিক চ্যাম্পিয়নরা।