কুমিল্লা প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় সারাদেশে সোমবার পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দেশজুড়ে নানা কর্মসূচিতে ছিল শোকের আবহ।
শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের মাঝে বই বিতরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে, কুমিল্লার লালমাইয়ের শানিচু প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতিরজনকসহ তাঁর পরিবারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বায়ো-কেমিষ্ট্রি’র প্রফেসর ডা. খাদিজা ঝুমা বলেন, শুধু এই দিন নয়, এই মাসটিই শোকের। আজকের শিশুরা দারুণভাবে বঙ্গবন্ধুকে ইতিহাসকে তুলে ধরেছেন। ৫৭ বছরের জীবনে ১৪ বছর বঙ্গবন্ধু জেলে ছিলেন। ২৩ বছর সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু তার পরিবারকে খুব ভালোবাসতেন। সেই পুরো পরিবারকে হারানোর বেদনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বহন করে চলেছেন সেটি বড় ভাববার বিষয়। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণের আহ্বান জানিয়ে তিনি ডা. খাদিজা ঝুমা বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করো সুনাগরিক হওয়ার মাধ্যমে।
উল্লেখ্য, ডা. খাদিজা ঝুমা গরীবের আইনজীবি খ্যাত মরহুম আব্দুল বাসেত মজুমদারের বড় মেয়ে। মরহুম বাসেত মজুমদার ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক। ২০২১ সালের ২৭ অক্টোবর সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সিনিয়র আইনজীবি বাসেত মজুমদার।