বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় তিন বছর পর বৃহস্পতিবার শুরু হয়েছে জাতীয় যুব হকি। মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টের ২৭তম আসরের প্রথম দুই ম্যাচেই হয়েছে ২৫ গোল।
দিনের প্রথম ম্যাচে ঢাকা জেলা ১৩-০ গোলে শরীয়তপুর জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে বিকেএসপি ১২-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে ঢাকা জেলার হয়ে হ্যাটট্রিক করেছেন ইমন ও তানজিল রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, জাকি আহমেদ রিপন, ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ অন্য কর্মকর্তারা।