২৭তম জাতীয় যুব হকির বাছাই পর্বের নড়াইল ভেন্যু থেকে চূড়ান্ত পর্বে উঠেছে পটুয়াখালী ও যশোর। এই ভেন্যুর খেলা রোববার শেষ হয়েছে। এ নিয়ে ৬টি দল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো।
শেষ দিনে নড়াইল বীরশ্রেষ্ঠ শহীদ নুর মোহাম্মদ জেলা স্টেডিয়ামে মেহেরপুর ২-১ গোলে হারিয়েছে কুষ্টিয়া জেলাকে এবং পটুয়াখালী ৬-০ গোলে হারিয়েছে মাগুরা জেলাকে।
এই ভেন্যুর ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী ও ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা। এর আগে ময়মনসিংহ ভেন্যুর দুই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলা। ঢাকা ভেন্যুর চ্যাম্পিয়ন বিকেএসপি ও ঢাকা জেলা।
রোববার ফরিদপুর ভেন্যুর প্রথম খেলায় বরগুনা জেলা ৩-০ গোলে ভোলা জেলাকে এবং দ্বিতীয় খেলায় ফরিদপুর জেলা ২-০ গোলে মাদারীপুর জেলাকে পরাজিত করেছে।