জাতীয় বরেণ্য ব্যক্তিত্ব, সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার বিকাল সোয়া ৪টায় রাজধানীর সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। স্মরণসভার আয়োজন করেন আবদুল বাসেত মজুমদার সৃতি পরিষদ । এছাড়া স্মরণসভায় উপস্থিত ছিলেন গরীবের আইনজীবি খ্যাত আব্দুল বাসেত মজুমদার-এর ছেলে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অ্যাড. মো. শহিদুল ইসলাম টিটু ভাই ও বিপ্লবী সাধারন সম্পাদক অ্যাড. মো. জিয়াউল হক চৌধুরী বাবু প্রমূখ ।
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৭ অক্টোবর সকাল ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট বাসেত মজুমদার।
অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের সংক্ষিপ্ত পরিচিতি
১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লালমাই (ওই সময় ছিল লাকসামের অধীনে) উপজেলার শানিচোঁ গ্রামে জন্মগ্রহণ করেন প্রয়াত বর্ষীয়ান আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। তার বাবা ছিলেন আব্দুল আজিজ মজুমদার ও মা জোলেখা বিবি।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার পর তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৬৭ সালে ঢাকা হাই কোর্টে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। নির্ধারিত বেতন-ভাতাহীন কঠিন পথযুক্ত আইন পেশায় বিচারপ্রার্থীদের পাশে দাঁড়ান একাধারে ৫০ বছরের বেশি সময় ধরে।
ছিলেন জুনিয়র আইনজীবীবান্ধব নেতা। তার নেতৃত্বের প্রশংসা আদালতপাড়ার কমবেশি সবাই করেন। ভালো আইনজীবীর পাশাপাশি দক্ষ নেতৃত্বও ছিল তার মধ্যে।
২০০১-০২ সেশনে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দুই মেয়াদে সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রবীণ এই আইনজীবী।
শুধু আইনজীবীই নন, রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন সমানতালে। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক।
দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।