জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া নিয়ে অবশেষে আসছে বড় সুখবর। জনভোগান্তি কমাতে এবং বাস্তব মানবিক পরিস্থিতিকে গুরুত্ব দিতে এনআইডি সংশোধন প্রক্রিয়াকে আরও মানবিক ও সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন ভবনে অনুষ্ঠিত তৃতীয় কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এনআইডি সংশোধন নিয়ে প্রতিদিনই বিভিন্ন ধরণের অভিযোগ তাদের কাছে আসছে। এর কিছু অভিযোগ একদিকে মানবিক, আবার কিছু বিষয় আইনগতভাবে যৌক্তিক।
তিনি বলেন, এ কারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দেশজুড়ে পাওয়া সব সংশোধন-সংক্রান্ত আবেদন পর্যালোচনা করবে। কোন সমস্যাগুলো সহজে সমাধান করা সম্ভব, কোনগুলো আইনগতভাবে অসম্ভব সব কিছু বিবেচনায় এনে নীতিমালা তৈরি হবে। এর ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়া হবে আরও দ্রুত, সহজ ও নাগরিকবান্ধব।
এনআইডির নিরাপত্তা জোরদারের বিষয়েও কমিশন গুরুত্ব দিয়েছে। সানাউল্লাহ জানান, বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নেয়। সাম্প্রতিক কিছু ঘটনার পর কমিশন মনে করছে—জাতীয় ডাটার নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে।
সব মিলিয়ে, নাগরিকদের বহুদিনের দাবি এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করা এবার বাস্তবায়নের পথে। নির্বাচন কমিশনের এই নতুন মানবিক উদ্যোগে এনআইডি সেবায় বড় পরিবর্তন আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

