জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে নিয়ম ভেঙে অনেক সাবেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এ বিষয়কে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন প্রার্থী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, নির্বাচনের আগে অপপ্রচার ছড়ানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাবেক শিক্ষার্থীসহ বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহ্বায়ক রোজেনসহ বিভিন্ন নেতাকে ক্যাম্পাসে দেখা গেছে। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গীসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতা-কর্মীদের দল বেঁধে অবস্থান করতে দেখা গেছে।