মশিউর রহমান, লন্ডন ব্যুরো চীফ: জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে লিঙ্গ সমতা জরুরী প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কপ টুয়েন্টি সিক্স উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
সামাজিক বৈষম্যের কারণে জলবায়ু পরিবর্তনে প্রধান ভুক্তভোগী নারীরা। তাই জলবায়ু সংক্রান্ত নীতিতে অগ্রাধিকার পাওয়া তাদের অধিকার। উইমেনস ক্লাইমেট লিডারশিপ ইভেন্টে প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা অভিযানে নারীদের অংশগ্রহণ বাড়িয়ে টেকসই ক্ষমতায়ন প্রয়োজন। একইসঙ্গে অধিকার আদায়ে বিশ্বের নারীদের একই স্বরে কথা বলারও আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার কপ-২৬ সম্মেলনের পাশাপাশি ফোরামের সভাপতি হিসেবে ৪৮ জাতি সিভিএফ নেতাদের সংলাপে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।