দেশের অন্যতম সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন ছিল মঙ্গলবার (২৬ মার্চ)। বিশেষ এ দিনটিকে সামনে রেখে মুক্তি পেল ‘জীবন গল্প’ শিরোনামের তার নতুন গান। এরই মধ্য দিয়ে ৭২ এ পা দিলেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। দেশের জনপ্রিয় এই শিল্পী বলেন, ২৬ মার্চ দিনটিতে পৃথিবীতে এসেছি, ভাবতেই ভালো লাগে। সবচেয়ে বড় ভালো লাগা, আমার জন্ম ঢাকার গেন্ডারিয়াতে ১৯৫২ সালে, ভাষা আন্দোলনের বছর; তারিখটা ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। একটা জন্মবছর, আরেকটা জন্মমাস। দুটি বিশেষ দিনের সঙ্গে কোনো না কোনোভাবে আমার আবেগটা জড়িয়ে আছে।
সংগীতশিল্পীর বিশেষ এ দিনটিকে সামনে রেখে মুক্তি পেল ‘জীবন গল্প’ শিরোনামের তার নতুন গান। জীবনটা সকাল বিকেল, জীবনটা সন্ধ্যে-দুপুর/জীবনটা ব্যস্ত ভীষণ, জীবনটা ক্লান্ত নুপুর…’ এমন কথায় গানটি লিখেছেন শেখ নজরুল।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্যারিয়ারের অন্য সব গান থেকে আলাদাভাবে করা হয়েছে গানটি। শ্রোতারা নতুনভাবে পাবেন আমাকে। পিজিত আমার খুব স্নেহের, ও এত সুন্দর সুর বেঁধেছে যে না গেয়ে পারলাম না’।
গানটিতে সুর দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পিজিত মহাজন।
‘জীবনটা সকাল বিকেল, জীবনটা সন্ধ্যে-দুপুর/জীবনটা ব্যস্ত ভীষণ, জীবনটা ক্লান্ত নুপুর…’ এমন কথায় গানটি লিখেছেন শেখ নজরুল।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্যারিয়ারের অন্য সব গান থেকে আলাদাভাবে করা হয়েছে গানটি। শ্রোতারা নতুনভাবে পাবেন আমাকে। পিজিত আমার খুব স্নেহের, ও এত সুন্দর সুর বেঁধেছে যে না গেয়ে পারলাম না’।
পুরো প্রজেক্ট নিয়ে পিজিতের পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। এ গানে অনেকে নিজের জীবনের গল্প খুঁজে পাবেন। ’
গানটি নিয়ে পিজিত বলেন, আমার এক যুগের স্টেজ ক্যারিয়ারে স্যারের (ফেরদৌস ওয়াহিদ) গান অসংখ্যবার গেয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর প্রথম ইচ্ছা ছিল স্যারের সঙ্গে কাজ করব। তিনি আমার গান, আমার কাজ পছন্দ করেছেন এটা আমার পরম পাওয়া।