বিনোদন ডেস্ক, আজনিউজ২৪: ঢাকা, ৭ অক্টোবর- একের পর এক ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্য ঘটনায় আতঙ্কিত দেশের মানুষ। বাধ্য হয়েই মানুষ বিচারের দাবীতে নেমেছে রাস্তায়। আবার কেউ কেউ প্রতিবাদ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। মোট কথায় যে যার অবস্থান থেকেই প্রতিবাদী আওয়াজ তুলেছে।
সেই তালিকায় বাদ পড়েননি শোবিজ অঙ্গনের তারকারাও। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবার মুখ খুলেছেন ধর্ষণের বিরুদ্ধে। নিজের ফেসবুকে প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদন্ড এদের জন্য যথেষ্ট নয়, প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেওয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোন অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোন মায়া কান্না আমরা শুনতে চাই না। সেইসঙ্গে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোন কথা নাই, হোক প্রতিবাদ…।’ সূত্র: দেশে বিদেশে