এডুকেশন ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার তালিকা থেকে ১৪৭৭ টি বই বাদ দেওয়া হয়েছে। মূলত সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর উদ্যোগ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা।
সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানান আলী আজম।
জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর লক্ষ্যে মন্ত্রণালয় থেকে যে বইয়ের তালিকা দেওয়া হয়েছিল তাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবেরই ২৯টি বই ছিল। এ নিয়ে সচেতন নাগরিক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
শুধু তাই নয়, তালিকার ১ হাজার ৪৭৭টি বইয়ের মধ্যে শতাধিক বই অন্তত ২৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার লেখা। যার মধ্যে অনেক বইয়ের প্রসঙ্গ একই। তালিকায় আছে আইনকানুন, দাপ্তরিক বিভিন্ন জরুরি প্রসঙ্গ, ইতিহাস ও দর্শনের প্রয়োজনীয় অনেক বই। তবে এ তালিকায় অনেক গুরুত্বপূর্ণ লেখকের বই স্থান না পাওয়ায় নির্বাচনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বই কেনার এই উদ্যোগ নিয়ে কোনো কমিটিও গঠিত হয়নি। এমনকি বৈঠকে ডাকা হয়নি বই বা পাঠাগারসংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে।