চীনের এক ২৫ বছর বয়সী তরুণী টানা ৩৫ দিন ঘন জঙ্গলে বেঁচে থাকার লড়াই চালিয়ে নিজের ওজন কমিয়েছেন ১৪ কেজি। ওয়াইল্ডারনেস সারভাইভাল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তিনি বিপদে পড়লেও সেই পরিস্থিতিকেই কাজে লাগিয়েছেন ‘স্লিম হওয়ার’ সুযোগ হিসেবে। টিকে থাকার জন্য ওই সময়ে তিনি মোট ৫০টি ইঁদুর শিকার করে খান, যা এখন চীনে আলোচনার ঝড় তুলেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণীটির নাম ঝাও তিঝু। তিনি জানান, দীর্ঘদিন জঙ্গলে টিকে থাকার চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে খাবারের স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তাই প্রোটিনের চাহিদা মেটাতে তিনি ইঁদুর খাওয়ার সিদ্ধান্ত নেন।
পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের একটি দ্বীপে ১ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতা চলে ৫ নভেম্বর পর্যন্ত। টানা ৩৫ দিন জঙ্গলে থাকতে গিয়ে ৪০ ডিগ্রি তাপমাত্রা, ত্বক শক্ত হয়ে যাওয়া, অসংখ্য পোকামাকড়ের কামড়—সবই সহ্য করতে হয়েছে তাকে।
ঝাও বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তার ওজন ছিল ৮৫ কেজি। ৩৫ দিন পরে জঙ্গল থেকে বের হয়ে দেখা যায়, তার ওজন কমে ৭১ কেজিতে দাঁড়িয়েছে। এ বিষয়ে ঝাওয়ের দাবি, “ইঁদুর খাওয়ার ডায়েটই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে।”
৪ নভেম্বর দ্বীপে ঘূর্ণিঝড় আঘাত হানার পর প্রতিযোগিতা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর ঘোষণা করা হয়, ঝাও প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন এবং পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ৯০ হাজার টাকা।
তরুণীটির এই অভিজ্ঞতা প্রকাশ্যে আসার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

