টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় ছোটপর্দা দিয়েই অভিনয় জগতে পা দিয়েছেন। দীর্ঘ বিরতি শেষে আবার ছোটপর্দায় ফিরছেন। ‘ইচ্ছে নদী’ থেকে ‘গাঁটছড়া’— একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দক্ষতার ছাপ দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায়। অভিনেত্রীর অভিনয় দর্শকদের মনে করিয়ে দেয় ‘গাঁটছড়া’ থেকে সরে আসার পর দীর্ঘ বিরতিতে।
তবে আবার শোনা যাচ্ছে, ফের ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি রায়। ধারাবাহিক থেকে বিরতির পরও ক্যারিয়ারে ছন্দে ছিলেন অভিনেত্রী। ওটিটি ও সিনেমার পর্দাতেও কাজ করেছেন নিয়মিত। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বিষহরি’, যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছে— ছোটপর্দায় আবার কামব্যাক হচ্ছে শোলাঙ্কির। টিভি চ্যানেলের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে পুরোদমে। এবার সে বিষয়ে কথা বললেন অভিনেত্রী নিজেই। শোলাঙ্কি বলেন, এখনো সত্যি বলতে সে রকমভাবে কিছুই ফাইনাল হয়নি। আমার কাছে শুধু প্রস্তাব এসেছে। ফাইনাল হলে আমি নিশ্চয়ই সবাইকে জানাব।
তিনি আরও বলেন, হ্যাঁ, এটা তো ঠিকই— ধারাবাহিকে একটু অন্যরকম কমিটমেন্ট থাকে। অনেকটা সময় দিতে হয়, তাই সব দিক থেকেই ভাবছি। তবে যে চ্যানেলের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে সবসময় ভালো চরিত্রই দিয়েছে ওরা। তাই কামব্যাকের জন্য আমিও মুখিয়ে আছি।
অভিনেত্রীর এ কথায় বেশ খুশি ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের অনেকেই বলছেন, তার সব মাধ্যমেই কাজ করা উচিত। এবার দেখার পালা অভিনেত্রী শেষ পর্যন্ত কোন দিকে পা দেন।