বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। খবরে বলা হয়েছে, এনাস জানিয়েছেন, তার ছবিটি অনুমতি ছাড়াই প্রসঙ্গের বাইরে ব্যবহার করা হয়েছে এবং এতে তার গোপনীয়তা লঙ্ঘন হয়েছে।
ইরাকি এই অভিনেত্রী আরও দাবি করেছেন, তার প্রকৃত ছবিটি ফটোশপ করার পরে ব্যবহার করা হয়েছে। এ কারণেই যুক্তরাজ্যে পত্রিকাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছেন এনাস তালেব।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইকোনমস্টি পত্রিকা।
নয় মাস আগে ইরাকের ব্যাবিলন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে তোলা মিসেস তালেবের ছবি ব্যবহার করে পত্রিকাটি। গত জুলাইয়ে পত্রিকাটি ‘আরব বিশ্বে নারীরা পুরুষের থেকে কেন মোটা হয়’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এতে যুক্তি দেয়া হয়— দারিদ্রের কারণে নারীদের ঘরে রাখা ও সামাজিক বিধিনিষেধের কারণে পুরুষের তুলনায় আরব নারীদের ওজন বৃদ্ধির একটি কারণ।