নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। ৯ম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।
মঙ্গলবার রাতে সপ্তম ম্যাচ খেলে ফেলেছে ১৮টি দল। তার মধ্যে লিভারপুল ও বার্সেলোনা নিজ নিজ ম্যাচ জিতে নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলো খেলা। লিভারপুল তো জিতেছে টানা সপ্তম ম্যাচ। ৯ গোলের রোমাঞ্চে বার্সেলোনা ৫-৪ গোলে হারিয়েছে বেনফিকাকে।
গত মাসেই ছয় ম্যাচে শেষে শীর্ষ ২৪-এ থাকা নিশ্চিত করে অন্তত প্লে-অফ খেলা নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল ও বার্সেলোনা। সেই দুই দলই সবার আগে শীর্ষ আটে থাকা নিশ্চিত করে শেষ ষোলোয় উঠে গেল।
কাল রাতে শীর্ষ ২৪-এ থাকা নিশ্চিত করে নকআউট পর্বে উঠে গেছে আরও ৯টি দল।
লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ ৩০ জানুয়ারি।
নকআউট পর্বে যারা, আর কারাই–বা বাদ পড়েছে
শেষ ষোলো নিশ্চিত
লিভারপুল ও বার্সেলোনা
অন্তত প্লে-অফ নিশ্চিত
আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, ব্রেস্ত, ইন্টার মিলান, লেভারকুসেন, লিল ও মোনাকো
প্রথম পর্ব থেকে বিদায়
বোলোনিয়া, রেড স্টার, লাইপজিগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ