লম্বা সময় পর মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে দুই প্রতিবেশী দেশের মহারণ। এই লড়াইয়ে নামার আগে পাকিস্তানকে হোয়াইটওয়াস করে ফুরফুরে মেজাজে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে নিজেদের মাটিতে ভারতও প্রস্তুত বাংলাদেশকে প্রতিরোধ করতে।
ম্যাচটিতে টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি।
সবশেষ ২০১৭ ও ২০১৯ সালে ভারতে গিয়ে তিন টেস্টের দুটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। এবার যে তেমন কিছু হচ্ছে না, তার আভাস দিয়ে রেখেছেন হার্শা ভোগলের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা। বাংলাদেশ এবার তীব্র লড়াই করবে বলেই আশা সবার। পাকিস্তান সফরে দুর্দান্ত খেলা বাংলাদেশকে অবমূল্যায়ন করলে বিপদ হতে পারে স্বাগতিকদের।
স্বাগতিক ভারত তাদের নতুন হোম সিজন শুরু করার আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে। তবুও নাজমুল হোসেন শান্তরা নির্ভার। তারা প্রতিপক্ষ কে, সেটা নিয়ে নয়। নিজেদের শক্তিমত্তা দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া চন্ডিক হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।