ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: মার্কিন নির্বাচনের শেষ বিতর্কে করোনা মহামারী নিয়ন্ত্রণ ও বাইডেনপুত্রের নামে দুর্নীতির অভিযোগ নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে এই বিতর্কে মুখোমুখি হন তারা।
তবে প্রথম বিতর্কের চেয়ে এবারের বিতর্ক বেশ ঠাণ্ডাই ছিল। ট্রাম্প দাবি করেছেন, করোনা মোকাবেলায় তার নেয়া পদক্ষেপে অনেক মানুষের জীবন বেঁচেছে।
বাইডেন অভিযোগ করেছেন, ট্রাম্প করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার দায় নিতে চাইছেন না। বিতর্কে বিচারপতি নিয়োগ ও ট্রাম্পের ট্যাক্স নিয়েও আলোচনা হয়। সূত্র: চ্যানেল আই