চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ৩২ বছরের ইব্রাহিম বাবু চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসা পাড়ার নুরুল ইসলামের ছেলে।
বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নের নাজমুল হাসান বলেন, ‘যোগাযোগ করা হলে ৩২ বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমার দাবি করেছেন, দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘কোন বাংলাদেশি নিহত হয়েছে কিনা সেটি বিএসএফ নিশ্চিত করেনি। আবার কোন বাংলাদেশি মিসিং হয়েছে কিনা স্থানীয় বিজিবি ক্যাম্পে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’