ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানে চীন হামলা চালালে তা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি।
রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ এর অনুষ্ঠানে বাইডেন বলেন, তাইওয়ানের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসে যদি চীন হামলা চালায় তাহলে তা প্রতিহত করবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন ইস্যুতে দ্বিধা দ্বন্দ্ব থাকলেও তাইওয়ানের পক্ষে বাইডেন ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটি আরও স্পষ্ট করতে মার্কিন বাহিনী চীনা আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে কিনা তা জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন: ‘হ্যাঁ।’
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতিতে আটকে আছে এবং তাইওয়ানের ওপর চীনা আক্রমণ হলে ওয়াশিংটন সামরিকভাবে প্রতিক্রিয়া জানাবে কিনা তা স্পষ্ট করেনি।
এ বিষয়ে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি। মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট আগেও এই কথা বলেছিলেন। এমনকি এই বছরের শুরুর দিকে টোকিও সফরের সময়ও তিনি এমনটি বলেছেন।