ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: গোলাগুলি আভাস পাওয়া গেছে চীন ও ভারত সেনাদের মধ্যে। লাদাখের প্যাংগং তসো লেকের দক্ষিণ তীরে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের মাঝে গোলাগুলি ও চরম উত্তেজনার খবর জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি-পিএলএর মুখপাত্র কর্নেল ঝ্যাং সুইলি। তিনি অভিযোগ করেন, গতরাতে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে, চীনা সেনাদের ওপর গুলি চালিয়েছে ভারত।
তার দাবি, প্যাংগং লেকের দক্ষিণ তীর ও শেনপাও পার্বত্য এলাকায় ঢুকে পড়ে ভারতের সেনারা। চীনের সীমান্তরক্ষী টহল দলের ওপর গুলি চালায় ভারতের বাহিনী।
অবশ্য, ভারতের সেনাবাহিনীর দাবি, সোমবার রাতে চীনা ফৌজ, তাদের সেনা অবস্থানের কাছাকাছি চলে আসলেও, তাদের বাহিনী ধৈর্য্যের পরিচয় দেয়। একইসঙ্গে জানানো হয়, পিএলএ সেনারা আকাশে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারতের সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় সেনার প্রাণহানির পরই থমথমে অবস্থা সীমান্তে।