ইন্টারন্যাশনাল ডেস্ক,এইউজেডনিউজ২৪: করোনার পর চীনে এবার নতুন মহামারীর আশঙ্কা। চীনে বেইজিং-এর উত্তর-পশ্মিমাঞ্চলে অবস্থিত মঙ্গোলিয়ার বায়ান্নুর শহরে সম্ভাব্য বিউবনিক প্লেগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। রোববার (৫ জুলাই) শহরজুড়ে জারি করা হয়েছে ৩ মাত্রার প্লেগ প্রতিরোধ সতর্কতা।
প্রশাসন থেকে জানানো হয়, ২০২০ সালের শেষ পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। রোগটি মহামারি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বন্য ইঁদুর এবং ইঁদুরজাতীয় প্রাণীর শরীরে এক ধরনের পোকা থেকে বিউবনিক প্লেগের ব্যাকটেরিয়া সংক্রমিত হয়। বিশেষজ্ঞদের মতে, দ্রুত এই ব্যাকটেরিয়া এক জনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ানোর আশঙ্কা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনেও সতর্ক করে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা না হলে এই রোগ থেকে মৃত্যু হতে পারে।
এর আগে ১ জুলাই দক্ষিণ মঙ্গোলিয়াতেও দুজনের শরীরে বিউবনিক প্লেগের জীবাণু পাওয়া গিয়েছিল। জানা যায়, তারা পাহাড়ি মূষিক ম্যারমোটের মাংস খেয়েছিল। মঙ্গোলিয়া অঞ্চলে অনেকেই এর মাংস খেয়ে থাকেন। তবে নতুন আক্রান্ত ব্যক্তি কিভাবে সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি। তবে রোববার প্রশাসন তৃতীয় স্তরের হাই অ্যালার্ট জারি করে। চতুর্দশ শতকে বিউবনিক প্লেগের মহামারিতে শুধু ইউরোপেই ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এ মহামারির নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক ডেথ। তখন এটি প্রাণ কেড়েছিল অসংখ্য মানুষের।