ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪:চীনে দ্রুত ছড়িয়ে পরেছে ‘করোনা ভাইরাস’। ‘করোনা ভাইরাস’ এ মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে বলে স্বীকার করেছে চীন সরকার। এছাড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ৪৪০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এর চেয়েও বেশি বলে ধারণা করছেন মহামারী গবেষক নেইল ফার্গুসন। সংক্রামক এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ চিকিৎসা কর্মী রয়েছেন। সামগ্রিক পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কতা জারির বিষয়টি বিবেচনা করতে বুধবার বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর- আল জাজিরা, রয়টার্স।
আজ বুধবার (২২ জানুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। সরকারি হিসেবে সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২২৩ জন। মাত্র এক দিনের ব্যবধানে এ সংখ্যা প্রায় দ্বিগুণে দাঁড়ালো।
উদ্ভূত পরিস্থিতিতে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশের বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে চীন ফেরত যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
চীনের উহান প্রদেশে গত ডিসেম্বরে ভাইরাসটি প্রথম দেখা দেয়। উহান প্রদেশ থেকে বেইজিং, সাংহাই ও সেনঝেন প্রদেশেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রেও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ। এ ‘করোনা ভাইরাস’ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। এ ভাইরাস প্রতিরোধে জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লু-র মতো হাঁচি-কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির শরীরে শ্বাসকষ্ট, জ্বর, কাশি বা নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির প্রাথমিক উৎস কোনও প্রাণি হতে পারে। তবে চীনা কর্মকর্তারা মনে করছেন, এর সঙ্গে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক রয়েছে। স্থানীয় ওই বাজারে যারা যাতায়াত করেছেন, তাদের মধ্যেই প্রথম এ ভাইরাস সংক্রমিত হয়েছে।
এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনও ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এর সংক্রমণ থেকে বাঁচতে আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।