ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। গত কয়েক ঘন্টায় মারা গেছে আরো ২৬ জন। প্রাণঘাতী এই ভাইরাসে্ আক্রান্তের সংখ্যা এখন ছয় হাজার। যুক্তরাষ্ট্রে পাঁচজনসহ বিশ্বের অন্তত ১৬টি দেশের আরো বেশ কয়েকজনের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর জানা গেছে। ভাইরাসের উৎসভূমি চীনের হুবেই প্রদেশ এখন প্রায় বিচ্ছিন্ন। এর মধ্যে শ্রীলঙ্কা এবং জার্মানিতে প্রথমবারের মতো শনাক্ত করা হয়েছে ভাইরাসটি। এছাড়াও থাইল্যান্ডে নতুন করে ৬ জন এবং ফ্রান্সে এ পর্যন্ত ৪ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। এদিকে চার্টার্ড বা বিশেষ বিমানে করে নাগরিকদের চীনের উহানসহ দেশটির বিভিন্ন শহর থেকে ফিরিয়ে আনতে শুরু করেছে জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন। সংক্রমণ বন্ধে করণীয় নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন বিশ্ব সংস্থার মহাসচিব তেদ্রোস অধোনম।
দেশ ফিরিয়ে আনার প্রস্তুতি নিতে শুরু করেছে ব্রিটেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে হংকং।
এর মধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণে চীন সফরে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। ভাইরাসটি ব্যপক আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও এখনি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।